কবিতায় বিদিশা সরকার

দায়সারা
যে গাছটার সঙ্গে আমি অবৈধ
তার গুড়ি বেয়ে উঠছে পরজীবীরা
মনি আন্টি
পিউমনি
আরও
আরও সব আমার মত অবৈধরা
এইসব দেখতে দেখতে জমাট হতে হতে পাথর —
আমার অবৈধ বলে ,
দোলনা বেঁধে দেব বুনো গন্ধ মাখিয়ে
আমি জানি সব অন্ধকারই দোলনা
রাত আটটার পরে পার্কের গেট বন্ধ হয়ে যায়
শিকল দিয়ে বেঁধে রাখা হয় দোলনা
অন্ধকারকে পাহারা দেয় একেকটা লাইট পোস্ট….
লাস্ট ট্রেনে করে ঘরে ফেরার নাম দায়সারা।