T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় বিকাশরঞ্জন হালদার

এসো মা!
ঢাকের কাঠিতে হাত পড়লেই। মন চলে যায় ফেলেআসা-দিনে। যেখানে মণ্ডপের আশপাশ জুড়ে – ” শহরটা রে গোলকধাঁধা … ” গান। শাঁখ-কাঁসি-কলা’বৌ-মন্ত্র-পুরোহিত। বানর-বেলুন আইসক্রিম ঢাকাই-পরোটা। লুচি-বোঁদে। বিপুল খুশির আরও কতকি!
অজান্তেই সব কেমন ঝলমল করে ওঠে! এক’দিন- দু’দিন-তিন’দিন … ঘরে-ঘরে মাতন! তবু
কখন হয়তো কোন ফাঁকে নিবতে থাকে অন্তর! মনকেমন করে চেনা-অচেনা কষ্টে! তা’হোক, তুমি আসছো যখন এসো মা! একটি’বার দ্যাখা দিয়ে যাও …