• Uncategorized
  • 0

সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ রাজগুরু

লড়াই

মন খারাপের বিকাল বেলায়
আর লাগে না ভালো
আকাশ আমি পাই না নাগাল
মেঘ জমেছে কালো৷
হারিয়ে যায় স্বজন আমার
অসুখী দুই হাত
বেজার মুখে খুঁজে মরি
বেঁচে থাকার স্বাদ৷
সব কিছু তো এলোমেলো
আঁধার ঢুকে ঘরে
খাঁচার ভেতর মনটা আমার
গা পুড়ে যায় জ্বরে৷
বেঁচে থাকার করুণ লড়াই
শিউরে ওঠে গা
ঘরের দোরে ওঁত পেতে
মৃত্যু করে হা৷
তবুও খুঁজি বাঁচার রসদ
বাঁচবো বলে সবাই
দিনের বেলায় ঘুম এসে যায়
রাতের বেলায় ভাবাই৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।