কবিতায় বিমল রায়

বৈশাখী পূর্ণিমার রাতে
একটু ছুঁয়ে অধেক ওমে
টের পাচ্ছি বাতাসে ভেসে আসছে
একটা প্রচণ্ড পদ্মগন্ধ
মনে পড়ছে ঘাই হরিনীর কামাতুর লিপ্সা
কিভাবে মেখে নিচ্ছে মুঠাঘাসের মাঠ
বৈশাখের প্রচণ্ড দহনে রোদ আর ছায়ারা লুকোচুরি খেলবে বলে চাইবাসার মাঠ ডিঙিয়ে ঢুকে পড়লাম
নো- এন্ট্রি জোনে,
পিপাসায় দীর্ন লাঙল ওখানে নেই
রুখা সুখা জমি সান্তনার জল ছাড়া পুঁতে রাখছে তোমার খোঁপার বকুল গন্ধ, শ্রাবণ আসলেই সাকার হয়ে উঠবে
মুথাঘাসের ডগায় লেগে থাকা রাগমোচনের শিশির
পাগল হয়ে উঠবে শীর্ন অজয়
পুষ্ট হয়ে উঠবে ভূমি ও লাঙল
এসো তার জন্য এই মধ্যাহ্ আগুনের তপ্ত বুকে লিখে রাখি আমাদের অঙ্গীকার
আর তোমার রাগ রসে আমাকে সিক্ত করো
কোজাগরী পূর্ণিমার রাতে চান্দ্রপ্রেমিক জেগে উঠব।