T3 || আন্তর্জাতিক মাতৃভাষা দিবস || বিশেষ সংখ্যায় বিদ্যুৎ রাজগুরু

ফেব্রয়ারীর একুশ তারিখ
ফেব্রয়ারীর একুশ তারিখ
নয় নিছক কোন দিন
একুশ হল চেতনা আমার
ভায়ের রক্ত ঋণ।
একুশ হল মাকে ডাকার মায়ের ভাষা
হৃদয় মাঝে নতুন আশা
একুশ হল মায়ের কোলে
নতুন করে জেগে ওঠা ।
একুশ হল স্বপ্নে দেখা
আমার ভায়ের অগ্নিশিখা ।
একুশ হল কাব্য লেখার
গাঁয়ের মেঠো পথ
রক্তেভেজা রফিক ,সালাম,
শহিদ জব্বার বরকত।
একুশ হল মাকে ডাকার ভাষা
শত্রু চেনার নতুন আর এক দিশা
একুশ হল আম্মা বলার স্বাদ
গর্জে ওঠা আর এক প্রতিবাদ
ফেব্রয়ারীর একুশ আমার একুশ তোমার
একুশ মানে মাতৃভাষা
হৃদয় মাঝে উথলে ওঠা
আমার প্রিয় বাংলা ভাষা ।