কবিতায় বিমল রায়

সরি
সরি
এটা আঙুলের হড়কানি
আঙুলের কাঁপুনিতে কত যে ভুল ছুঁয়ে ফেলি
কত সাবধানী জায়গায় হড়কে যায় বেয়াদপ আঙুল
কত পাপ লেগে থাকে পুঁতি গন্ধময়
আঙুল পিচ্ছলে যায় পাপের আগারে
এত হ্যান্ড ওয়াশ এত স্যাভলন ধুয়ে ফেলে হাত
তবু পাপ চুয়ে পড়ে পূজার থালায়
কার ব্যথা ছুঁয়ে ফেলি কার কতটা গোপন প্রলয়
লন্ডভন্ড হয়ে যায় আঙ্গুল ডগায়।
তোমাকে পাঠাতে চাইনি
তবুও চলে গেছে আঙ্গুল ছোঁয়ায়।