মেহেফিল -এ- শায়র বীথি রহমান (নির্বাচিত কবিতা)
দুঃখবতী নদী
বরং এটাই ভালো হলো
তোমার তড়িৎ প্রস্থান
আমাকে আবার ঢুকিয়ে দিয়েছে খোলসের ভেতর
মূলত আমি শামুকই ছিলাম
নরোম বুকে পুষতাম দুঃখবতী নদী
তবু তোমার অসামান্য চোখ আর
গোলাপি রঙের গাল, আমাকে মোহগ্রস্ত করেছিল
ডানা মেলে ওড়ার স্বপ্ন শামুকেরও হয় বুঝি!
তুমি আপাদমস্তক বুদ্ধিমান
যত দ্রুত চিনেছ আমায়, আমার প্রেমিক, যে
এককালে ছিল ধ্যানজ্ঞান
সেও এতোটা চিনেনি বোধহয়
ভেবেছিল, এভাবে যেমন তেমন ব্যবহার করা যায়
যেকোনো নারীকে
তুমি অন্তত আমাকে যেকোনো নারী ভাবোনি
তাই সযত্নে আবার ঢেকে দিয়েছ দুপাটি ঢাকনা
শামুক তো জলেই বাঁচে, ডাঙায় তার কতখানিই বা শ্বাস!