T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় বন্দনা পাত্র

পাঁচটি জবা
আজকে আমার জবা গাছে উঠল ফুটে ফুল
দেখি উঠে ভোরে,
মা তুই দেখলি কেমন করে,চাইলি কেমন করে
জবা গাছের পাঁচটি জবাফুল।
তোর ইচ্ছেতেই ফোটে রে ফুল
তোর ইচ্ছেতেই ভাঙে আমার ভুল।
এই প্রকৃতি তুই যে স্বয়ং
তবু কেন মানুষের এতো অহং।
লাল জবাতেই শান্তি আসে
তবে কেন সাদা রঙেই আকাশ হাসে?
ভাঙারে আমার ভুল
এই গাছেতেই ফুটল কেন সাদা জবা ফুল?
তোর ইচ্ছেতে ফুটল লাল জবা এই ফুল
পাঁচটি জবা ফুল–।।