T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন বন্দনা পাত্র

বঁধু তুই
বঁধুর ডাকে সাড়া দিয়ে আদুরে এক পলাশ ফুল
রাখাল-মাঠে টেনে এনে করল ভীষণ ভুল….,
গোধূলি-কালে চাঁদ দেখল সোনাই বঁধুর মুখ..
সন্ধ্যা আকাশ বহু দূরে,শুকনো হল বঁধুর বুক।
আবীর-রঙা আকাশ তখন খেলছে হোলি
ওরে ও বঁধু,মন দিয়ে তুই কি আমায় ছুঁলি?
আমি যে রাখাল খেলব হোলি তোর সাথে…
তোর সিঁথিতে রাঙিয়ে দেব আবীর আমার হাতে।
বঁধু তোর ফাগ-ফুলের সেই আগুন আগুন গুণ
কোথায় গেল?শুকনো কেন বল দেখি তোর মুখ?
বুকের ভিতর পাষাণ প্রেম তোর কেমন দীর্ঘশ্বাস?
জানিস কি তুই এখন শুধুই পলাশ আবীর মাস…?
দে,ফেলে দে,শুকিয়ে যাওয়া ফাগুন অভিমান,
গা, না রে তুই, মায়াবী ঐ পলাশ বসন্ত গান….।।