T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বন্দনা পাত্র

আশ্বিনে এক বৃষ্টি
এই শরতের ফুলগুলি আজ পদ্য লিখে চলে
আমার সাথে ছলে,বলে,নানা কৌশলে….
আশ্বিনেতে বৃষ্টি এলো হঠাৎ উপবনে…
মেঘ-বৃষ্টি কাটবে কখন আকাশ চুম্বনে?
অপেক্ষাতেই মৌখিকতায় একটুখানি প্রয়াস
আকাশ সাথে আমার কথা দামিনী-বিলাস।
শরৎ-নিশীথ একলা যাপন অশ্বিনী-চাঁদ
তারাগুলো মেঘে ঢাকা সবই যেন এমনই প্রবাদ
একটুও আর মানাচ্ছে না শরৎ আকাশ,
বৃষ্টি যখন রাতের বেলাও চাঁদের গায়ে
ফুলের মত পড়ছে ঝ’রে, যেন বাদল বাতাস
কথায় কথায় দিন রাত সব যাচ্ছে ধুয়ে…।
প্রভাত বেলায় শিউলি তলায় ঘাসের ডগায়
শিশির যেন মুক্তো হয়ে ফুলগুলোকে আরও ফোটায়,
পল্লিবালী আঁচলেতে শিউলি তুলে যায় যে বাড়ি
ঠিক তখনই সূর্য দেখি আমার থেকে আড়াআড়ি-
এই শরৎ-ফুলের মালা গেঁথে দেয় যে পটে
ত্রিনয়নী-ক্যালেন্ডারে মালা দেখায় ভীষণ মিঠে।
আকাশ-কথা বলব কি আর এখন শুধু সাদা মেঘে
ভাব জমেছে ভীষণ ভীষণ মেঘের ফুলে মেঘ মেখে।
আবার যখন বৃষ্টি এল আশ্বিনেরই ধরাধামে…
ঋতু লুকায় গাছের ফাঁকে বানভাসি ঐ বনগ্রামে।।