মার্গে অনন্য সম্মান বন্দনা পাত্র (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৩
বিষয় – পোড়াবাঁশি
বাঁশি ছাড়া প্রেমে
অনুরাগের আকাশ গায়ে
শব্দ ভেজে বাঁশির সুরে-
ধীরে ধীরে পায়ে পায়ে
যাচ্ছে গো রাই অভিসারে।
অমন বাঁশি পোড়া বাঁশি
তাই জন্য রাই পরবাসী-
আকাশ ছোঁয়া স্বপ্ন-নদী
ছিল না তাঁর মনে—,
শুধু বাঁশি জানে
বাঁশিই জানে—
বিরহিনীর প্রেম কাব্য
বাঁশির সুরে কেন টানে?
রাই আমাদের হৃদয় মাঝে
রাধা নামে, রাধা নামে
পোড়া বাঁশি ভাঙল যেদিন
শব্দ ভাসে জলের তলে-
মন ছুটে যায় স্রোতের মত
রাধাকৃষ্ণের প্রেমের ঘাটে
আমরা শুধুই মন দিয়ে যাই
যখন তখন কৃষ্ণ প্রেমে…..