|| নারীতে শুরু নারীতে শেষ || বিশেষ সংখ্যায় বনবীথি পাত্র

হায়রে নারীদিবস
আজও নারীর বিয়ে হয়
আর পুরুষ বিয়ে করে ,
পণপ্রথাতে নারী বলি
আজও অনেক ঘরে ।
নারী আজও ধর্ষিতা হয়
নির্জনতার রাতে ,
লাঞ্ছিতা হয় আজও নারী
চলতে জীবনপথে ।
বাইরে-ঘরে খেটেও নারী
পায়না কাজের দাম ,
আজও নারীর ঘুচল না তাই
মেয়েমানুষ নাম ।
অর্ধ-আকাশ হল কি সে
মিটল কি তার আশ?
বিশ্বজুড়ে তবু পালন
হচ্ছে “নারীদিবস” !