হৈচৈ কবিতায় বাসুদেব পাল

শেখ হাসিনা
দিদি, তুমি তো তোমার সকল অহংকার
ষোলকোটি মানুষের সার্বজনীন অহংকার!
তুমি বেয়ে উঠেছো মানবতার মূর্তপ্রতীক!
তোমার হার না মানা মন, এক বলিষ্ঠ দৃষ্টি।
শান্তির নীড় খোঁজে আপামর জনতা তোমাতে ,
জাতির জনক বঙ্গবন্ধু ছিনিয়ে এনেছিল ভোর ;
আর উদ্যমতায় তুমি দিয়েছো বিনিদ্রের অবসান।
তোমার সরল জীবন শৈলী আগ্রহী করেছে বিশ্বকে।
মৌলবাদী চিন্তনে তুমি এক বিভীষিকা , আর্তনাদ
সমুদ্র সৈকতে পা, ভেজানো দরজা ছিল উন্মুক্ত!
রূপকথার রাজকন্যা তুমি হাজারো মানুষের আশ্রয়
ঢাকার রাজপথে, গ্ৰামে, গঞ্জে তুমি এক আলোকিত মানবী!
নন্দিনী তুমি, বঙ্গবন্ধুর কন্ঠস্বর, মেঘনা যমুনায়
সাগরের বিশালতায় তুমি এক অপরিহার্য পরী !