কবিতায় বর্ণালী মুখার্জী

তোমাতে আমি
নীরব নয়নে শুধু চেয়েছি তোমারে,
তুমি চলে যাও দূর হতে বহুদূরে।
তোমার হাতটি এখনো ধরা আছে আমার হাতের ‘পরে
আমাকে কাঁদিয়ে কেন চলে গেলে চিরঘুমের দেশে।।
তোমার প্রেমের পরশ লেগে হৃদয়ে দিয়েছে দোলা,
তোমাকে ভালোবেসে আমি হয়েছি পাগলপারা।।
সুনামি যেমন ছারখার করে নিয়ে যায় সবকিছু,
তুমি ছাড়া এই মহাজগতে আমি নিঃস্ব একাকী।।
হৃদয় বীণায় বাজে শুধু তোমার স্বরলিপি,
আমার স্মৃতির লকেট হয়ে থাকবে শুধু তুমি।।
তোমার মাঝে আমি নিজেকে করি বিলীন,
তুমি আমার প্রথম এবং তুমি অন্তর্লীন।।
তোমার আদরে সোহাগে হয়েছি আমি ধন্য,
জীবন মোদের বিনি সুতোয় গাঁথা এক মন্ত্র।।
যেখানে তাকায় শুধুই তুমি জুড়ে আছো মন-মাঝে,
তুমি বিনা আমি দিশেহারা
রয়েছি রিক্ত হয়ে।।
হাতের দিকে তাকাই যখন অনামিকায় তুমি,
সর্ব অঙ্গে তোমার ছোঁয়া লেগেছে প্রেমের রেনু।
তোমাতে আমি আমাতে তুমি
এটাই পরম পাওয়া,
মনের দর্পনে রয়ে যাবে তুমি
এইটুকু মোর চাওয়া।।