কবিতায় বর্ণালী মুখার্জী

মেঘের ছোঁয়ায় বৃষ্টির ভালোবাসা
নীল আকাশে মেঘের চাদর লুকোচুরি খেলে রাতদিন
বৃষ্টির সাথে মেঘহরিণী ছুটে বেড়ায় বিরামহীন।
মেঘমুলুকের মেঘালয়ে নোঙর ভাসায় মেঘের ভেলায়,
ভালোবাসার প্রতিটি রেনু শুষে নেয় নাগরদোলায়।
মজার দেশে আনন্দেতে বৃষ্টির
ধারা ঝরে
বহুদিনের প্রতীক্ষায় মেঘ-বৃষ্টি
খেলা করে।
পাথরকুচির মেঘের দল ঝরঝর মুক্তো ঝরে,
মেঘ-বৃষ্টির নকশিকাঁথা গাঁথা প্রতি ছত্রে।
সবুজ বনানী সাক্ষী হয় ওদের ভালোবাসার,
ময়ূর ময়ূরী নৃত্য করে মেঘ বৃষ্টির ভরাজোয়ার।
মেঘ বললো মিষ্টি হেসে চল উড়ে যাই অচিনপুরে,
মাতাল বৃষ্টি পাগলপারা ভেসে যায় মেঘের হাত ধরে।
ভালোবাসাগুলো মেঘ হয়ে উড়ে যায় আকাশের ছায়াপথে,
মেঘ-বৃষ্টি ঘর বাঁধে ছায়াশীতল প্রকৃতির কোলে।
বৃষ্টির সান্নিধ্যে মাতোয়ারা কপোত কপোতীর মতো,
আকাশ নিজেকে সাজিয়ে নেয় মেঘবালিকার মনমতো__
টাপুর টুপুর বৃষ্টিতে মেঘ দিশেহারা
বৃষ্টির রেনু গায়ে মেখে হয় সে পাগলপারা;
মেঘ-বৃষ্টির খুনসুটিতে প্রকৃতিও বানভাসি,
হোক না সে এলোমেলো তবুও তাকে ভালোবাসি।