T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বর্ণালী মুখার্জী

মা দশভূজা
মা, তোমার আগমনে ধরায়
বেজে ওঠে বিজয় শঙ্খ,
তোমার পদ-রেনুর ছোঁয়ায়
ধরিত্রী হয় বিকশিত।।
মা, কৈলাস থেকে আসো মর্তে
গিরি রাজের গৃহে
শিউলি ছাতিম কাশের বন
চামর দোলায় নৃত্যে।।
মা, তোমার কর কোমল স্পর্শে
শিহরণ জাগায় অন্তরে
অমৃত সম সুধার হরষে
মুকুলিত হয় নব শাখে।।
মা, স্বর্ণ মাধুরী মিশায়ে রচি
তোমার মানস প্রতিমা
শুদ্ধা-ভক্তির সাথে মা গো
করবো তোমার আরাধনা।।
মা, অসুরদলনী দশভূজা হয়ে
তুমি আসো ভূমে বারবার
দানববেশী রাক্ষসকে
করো মা সংহার।।