কবিতায় বর্ণালী মুখার্জী

স্বাধীনতার জয়গান
রক্তে রঞ্জিত রাজপথ কত শত
লাশের মিছিল,
কত মায়ের শূন্য কোল জীবন হয়েছে ফসিল।
সর্বহারার দল নেমেছে বুক বেঁধে এই কর্মে,
সব রঙ একাকার মানবতার ধর্মে।
রক্তের দাগ এখনো রয়েছে দেওয়ালের খাঁজে খাঁজে,
মুখ লুকিয়ে শিশুরা কাঁদে মায়ের আঁচলের ফাঁকে।
লালমুখোদের অত্যাচারে হয়েছে সব ছারখার,
প্রতি ঘরে মা বোনেরা ধরেছে সব হাতিয়ার।
রক্তধারাতে বয়ে গেছে শহর গ্রাম জনপদ,
দুর্ভিক্ষ মড়কে উজাড় হয়েছে গলি থেকে রাজপথ।
শত লাঞ্ছনার হিসাব নিতে দেশ অগ্নিগর্ভ,
বুলেটের গুলিতে ঝাঁঝরা তরুণেরা দেশমাতৃকার গর্ব।
‘লড়বো মরবো’ ধ্বনিতে চারিদিক তোলপাড়,
কয়েদখানা গেছে ভরে উঠেছে বালির ঝড়।
দু’শো বছরের অত্যাচারের শিকল হলো ছিন্ন,
সোনার কাঠির ছোঁয়ায় দেশের স্বাধীনতা সম্পন্ন।