T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ বিমান মৈত্র

এখানেই রাখলাম তোমাকে হে বীণাপাণি
অসার উদ্দেশ্যহীনতা। সূর্যমূখী আইসক্রীম। আয়না অবিকল। ফোঁটা ফোঁটা ভয়। জানালায় বইমেলা। দিব্যাঙ্গ তাকান। রেলিং। ফুচকা। তেমাথা। কাঁটায় গাঁথা অক্ষরের মুদ্রিত সোয়েটার।
যেমত বিকেল বয়ে যায় নিত্যদিন কিছু বিমূর্ত বয়স কিছু ঘাস কিছু ছেঁড়া পশমিনা কালোর রোঁয়া তোলা মুখের বিলাস কিছু বয়সের নিষিদ্ধ নিন কিছু কেনাকাটা চৈত্রের ছাড় ফাটা ছেঁড়া যাই হোক তবুও রেজগির বাটি বাজে পায়ের তোড়ায় সুতো ওঠা নকশি কাঁথার মাঠ ভরা ঘাস গৃহপালিতের গোয়ালে বাড়ে ফুল্ল আকাদেমি।