কবিতায় বর্ণালী মুখার্জী

আগামীর স্বপ্ন
তোর কথা ভেবেছি আমি রাতের মরা অন্ধকারে,
তোকে চেয়েছি আমি ঘামে ভেজা দুপুরে।
সারা রাত নিদ্রাহীন তোরই কারণে,
এক মুহূর্ত কাটে না যে তোর বিহনে।
নরম তুলতুলে হাতে আঙুল ধরলি যেদিন,
রক্তে মিশে গেলি তুই ভাবনা অন্তহীন।
টলোমলো পায়ে হাঁটতে গিয়ে লাগলো পায়ে চোট-
কেঁদে কেটে হই দিশেহারা চিন্তারা একজোট।
দেখতে দেখতে দিন গড়িয়ে বছর কেটে যায়
মনের মধ্যে রঙিন স্বপ্ন জাল বুনে যায়।।
তোর এখন কুড়ি পূর্ণ আমার তেতাল্লিশ,
জরাজীর্ণ রাজমহলে আমরা আছি বেশ।।
আকাশ ছোঁয়ার চেষ্টা না করে মনটাকে বড়ো কর,
উপলক্ষ্য গুলো দূরে সরিয়ে লক্ষ্যকে জয় কর।।