।। ২২শে শ্রাবণে ।। বিজন মণ্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রবি
আজ এই শ্রাবণের নিঃসঙ্গ দুপুরে
তোমাকে বড্ডো মনে পড়ছে
কালের যাত্রায় ডিঙি নিয়ে
পাড়ি দিয়েছো অনন্ত লোকে
বৃষ্টিস্নাত পাখি উড়ে গেলেও
রয়ে গেছে নীড়ের খড়কুটো
জোনাকি পোকার চিহ্ন
আর আধ ভেজা কাদামাটির মণ্ড
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে
দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায়
ঘোমটা টেনে বালিকা বধূ
প্রিয় ফেরার আশায়
তবু কেন জানি উতলা
আকাশ বাতাস বন
নিস্তব্ধ নীরব দর্শক
কেবল মনের ভেতর হুলস্থুল
কাব্য কবিতায় তোমার গন্ধ
মিশে আছে জীবনের পরতে পরতে
মরিবার পরেও মৃত্যু হেরেছে
রবি হয়ে প্রতিদিন আসো যাও ।