কবিতায় বর্ণালী মুখার্জী

একতা
দিনের শেষে ফিরতে হবে
একই নাগরদোলায়,
তাহলে কেন বাদুড়ঝোলা
এই ক’দিনের খেলায়!
কে কাকে পেছনে ফেলে
উঠবে সোপান বেয়ে
কেউ জানেনা এক পলকে
পড়বে কখন খসে।
হাসি মজা করে কাটাও
জীবন-রঙ্গমঞ্চে
একদিন তো যেতেই হবে
মায়ার বাঁধন ছেড়ে।
আমি তুমি সবাই আপন
কেউ নয়কো পর
তাহলে কেন এত ভেদাভেদ
সবার রক্ত এক।
প্রাচীর ভেঙে গড়ে তুলি
সোনার সংসার
হাতে হাত রেখে সবাই মিলে
করবো বিশ্বজয়।
গঙ্গা যমুনা-সরস্বতী
একই ধারায় বয়
বিভাজনের রেখা টেনে
নিজেরাই করি পর।
আয় না সবাই একসাথে
গাই সাম্যের গান
ভালোবাসার ঊর্ধ্বে কিন্তু
জগতে কিছুই নাই।।