কবিতায় অর্পিতা মুখার্জী চক্রবর্তী
ম্লান শরতের গল্প প্রকৃতির কোষাগার থেকে উপচে পড়ছে শরতের মোহ.. ব্যস্ত শহরে পুজোর বিকিকিনির ছোঁয়াচে রোগ.. সদা ব্যস্ত জনপথে যানজট,মানুষের ঢল.. ফ্যাকাশে মুখে,গলায় একরাশ বোবা কান্না নিয়ে পথ চলছে শাবানা.. অভ্যস্ত দ্রুত পা টালমাটাল...