TechTouch টক Blog

0

কবিতায় অর্পিতা মুখার্জী চক্রবর্তী

ম্লান শরতের গল্প প্রকৃতির কোষাগার থেকে উপচে পড়ছে শরতের মোহ.. ব্যস্ত শহরে পুজোর বিকিকিনির ছোঁয়াচে রোগ.. সদা ব্যস্ত জনপথে যানজট,মানুষের ঢল.. ফ্যাকাশে মুখে,গলায় একরাশ বোবা কান্না নিয়ে পথ চলছে শাবানা.. অভ্যস্ত দ্রুত পা টালমাটাল...

0

কবিতায় অভিজিৎ ঘোষ

পলু মায়ের ভালোবাসার মতন আমি তোমাকে জড়িয়ে নিয়েছি, শোক। একাকিত্বকে গ্রহণ করে আমি দুহাত তুলে মিলেছি জনারণ্যে। দুঃখ ঢেকেছি হাসি দিয়ে, নিজের সঙ্গে অভিনয় নিতান্তই কঠিন। এখন রেশমকীট, পলুর মধ্যে, বের হবো একদিন, রূপান্তরিত।

0

সম্পাদকীয়

সম্পাদকীয়! এবার থাক না হয় কবি— সার্ধশত সংখ্যা হোক কবিতাময় কবিতা দিয়ে আঁকা হোক ছবি মনের কথায় কবিতা হোক চিন্ময়… কষ্টরা কাঁদুক কবিতা জুড়ে আনন্দরা খিলখিলিয়ে হাসুক পৃথিবীর সব গল্পপথ ঘুরে বৃষ্টিসম কবিতা হয়ে...

0

কবিতায় বীথিকা ভট্টাচার্য

শ্রাবণ তুমি আকাশে তখনো শ্রাবণের উচ্ছ্বাস, চোখের শ্রাবণে ভিজছে পথের ঘাস। আনন্দ ঘন কত না গভীর আশ, আমার শ্রাবণ শুধুই দীর্ঘশ্বাস।। জানলার কাঁচে বৃষ্টি ফোঁটার ছাঁট, আবেগী হৃদয়, ধূধূ মরুভূমি মাঠ। তোমায় ছুঁতে বাড়িয়ে...

0

কবিতায় উজ্জ্বল চক্রবর্তী

সোহাগ তারপর কেটে গিয়েছে অনেক সূর্যোদয়, সূর্যাস্ত, মাস-বছর- দিন.… তুমি নেই, তবু আছি বহাল তবিয়তে, বর্ষার বাগানে থোকা থোকা মধু মালতি পাতায় জেগে বৃষ্টির জল.. মরিচের গন্ধ, ক্রিয়াশীল গুপ্ত বিদ্যা,অখন্ড প্রেম সকল‌ই দিব্যি জীবিত।...

0

কবিতায় স্বাতী রায় চৌধুরী

কোলাজ এখন সবকিছুই বড় ভালো লাগে আমার আগের থেকে আর ও অনেক বেশি করে গ্রীষ্মের ধূলো ওড়া ঝাঁঝাঁলো দুপুর, বর্ষার একটানা বেজে চলা বৃষ্টির সু্‌র শীতে হিমের চাদরে মোড়া নিঃসঙ্গ রাত, আর তোমার আমার...

0

কবিতায় শামীম নওরোজ

শৈবকথা গৃহস্বামী ঘরে নেই। গৃহনারী জংলার আঁধারে ঘুমিয়ে পড়েছে। উপদ্রবে ভেসে গেছে বাসস্থানের খনিজ। তুমি দেখছো শৈশবের শিবযাত্রা। আমি দেখছি কয়েকটি রাজহাঁস, যারা আমার পায়ের কাছে হৈচৈ করছে। গৃহস্বামী মাঙ্গলিক জলস্রোত। গৃহনারী যুবতী নদীর...

0

কবিতায় বাসুদেব বাগ

নানা রঙ্গের দিন গুলি ঢেকে যায় রাস্তায় হোর্ডিং, আলো বাতাস না হলেও চলে, শুধুই মমতা মাখা সাঁজের আলো লাম্প পোস্ট ঢাকে, যে মেয়েটি আলো আঁধারে জীবিকার টানে ল্যাম্প পোস্ট ধরে দাঁড়িয়ে থাকে, তার বিড়ম্বনা...

0

কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

বোধ বোধ-১ বদলে নিয়েছি নিজেকে- বললেই কি বদলানো যায়! মানছি এ এক গতিশীল প্রক্রিয়া অথচ মন্থর বরং বলা যাক ভালোবাসা নয়, অভিমানের পাহাড় গড়ে নিঃশব্দে চলে যেতে হয় একদিন বোধ- ২ ন্যায্য অধিকারবোধ থেকে...

0

কবিতায় গৌতমী ভট্টাচার্য

বৃষ্টিরা সব সারাদিন মেঘলা আকাশ মেঘের দাপট — অস্থির সময়ের আনাগোনা, বেসুরো মনের কানাকানি মনকেমনের কথা, স্মৃতির অঝোরে পিছন ফিরে তাকাই, গল্পগুলো জড়িয়ে আছে একের সঙ্গে একাই। সেদিন মাঝ রাত্রে বৃষ্টি এলো ঝমজমিয়ে, জানালার...