কবিতায় বিকাশ কুমার রায়

বসন্ত এসে গ্যাছে
আমার বসন্তগাছে কবে ফুল ফোটাবো —- এই প্রতীক্ষায় আছো, নীহারিকা? গাছের পাতারা চেয়ে রয় গ্রন্থাগারের কোণে পড়ে-থাকা ধূলিধুসরিত গীতবিতানের পাতার মত। ঘুমঘোরে দেখি ওদের অবলা ডালগুলো জিরাফের গলার মত দীর্ঘ হয়ে কানে কানে বলে সারারাত —– “এবার কি বসন্তে ফুল ফুটবে না?
ফুটবে। আমি আবার বসন্তগাছে জল ঢালবো। কারণ, বসন্ত যে এসে গ্যাছে। গীতবিতানের পাতার ধূলো আকাশে উড়ে গিয়ে মেঘ হবে। উড়ো মেঘ দেখে মীরার কৃষ্ণের কথা মনে পড়বে।
আর, ধবধবে পাতাগুলো ঈশ্বরের চোখের প্রতিভার দীপ্তি নিয়ে এই সভ্যতার সংকটসময়ে সভ্যতাকে মহাপুরুষের কাছে মাথানত করতে বলবে।