T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বিশ্বজিৎ কর

পুজোর ছন্দে!
দুলছে কাশফুল, বইছে বাতাস –
উমা আসছে ঘরে,
আকাশেবাতাসে মিষ্টি গন্ধ –
আলোর বেণুর সুরে!
বীরেন্দ্র – পঙ্কজ – বাণী মিলনে,
সেই মহিষাসুরমর্দিনী-
বেতার এখন হয়েছে ব্রাত্য,
মোবাইল ভরসার খনি!
১০৮ প্রদীপের উষ্ণতা –
লাগুক সকল হৃদয়ে,
ধুনুচি নাচের ছন্দ –
মন্ডপ দিক মাতিয়ে!
মহামিলনের মহামঞ্চে –
অটুট থাকুক সম্প্রীতি,
মানুষ থাকুক মানুষের জন্য –
ধ্বনিত হোক ঐক্যগীতি!