কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

আর দেরী নয়!
হাতটা বাড়িয়ে দাও, শৃঙ্খল তৈরী হোক –
দীর্ঘ থেকে দীর্ঘতর – জমাট!
সামনে তাকিয়ে দেখো,
নিপীড়িতের মিছিল!
মোমবাতি-র আলোয় বিবস্ত্র মনুষ্যত্বের বিচার চায়, শ্লোগান নেই, দৃপ্ত পদধ্বনিতে ঝড়ের পূর্বাভাষ!
কান সজাগ রাখো, বুকফাটা আর্তনাদ!
ভাষা দূষণ, বিচারের বাণী এখন প্রকাশ্যেই কাঁদে!
মনের জানালা খোলা রেখো,
প্রতিবাদের আঁচ অনুভূত হোক্!
আর দেরী নয়, পথে এইবার নেমে পড়ো!
না, আর কিছুতেই দেরী নয়!
সব মা যে কাঁদছে!