বৃষ্টি পড়ে টাপুরটুপুর মন করে হায় ব্যাকুল
ঘোলা জলে ব্যাঙেরা সব কাদা মেখে খেলে দোল,
পাতিহাঁস সাঁতার কাটে বৃষ্টির জলে এমন মধুর ক্ষণে
কুটিকুটি হাসে কদম ফুল একাই বনে আর জঙ্গল।
বৃষ্টি পড়ে আকাশ থেকে হিমেল হাওয়ায় উড়ে সে
দূর আকাশে চায় যেতে মায়ায় বাঁধা কদম গাছে,
হঠাৎ সে চায় আমার দিকে অপলক দৃষ্টিতে
লজ্জায় তার লাল মুখটি ঢাকে রঙধনুর পাশে।