T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় বিশ্বজিৎ কর

এক কবির কথা
ট্রেন জকপুর ছেড়ে খড়গপুরে ঢুকছে!কানে এল -“কবিতার বই নেবেন?২০ টাকায় ৬০ খানা কবিতা!”
মানিব্যাগ থেকে ২০ টাকার নোট বার করে চেঁচিয়ে বললাম-“দাদা,আমাকে একটা কবিতার বই দেবেন!”
শোনামাত্রই একেবারে হুড়মুড় করে ভিড় ঠেলে আমার সামনে দাঁড়াল একগাল দাঁড়ি নিয়ে মাঝবয়সী একজন!বই নিলাম,সুন্দর প্রচ্ছদ,হঠাৎ কবির নাম চোখে পড়ল-সুজয় বসু!কেঁপে উঠলাম!
হাতে টাকা দিয়ে চমকে উঠে জানতে চাইলাম-“সুজয়,!!কি রে,আমাকে চিনতে পারছিস? আমি সুগত!”
ইতিমধ্যে ট্রেন খড়গপুরে এল,টাকাটা প্রায় ছোঁ মেরে নিয়ে সুজয় দৌড়তে লাগল!কিছুটা অনুসরণ করলাম,কানে আসছিল-“কবিতা,কবিতা,২০ টাকায় ৬০ খানা কবিতা……..!”
চোখের সামনে চলে যেতে দেখলাম বর্ণ,শব্দ,ভাষার রেলগাড়ি আর কত না-বলা কথা!