কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

রবি-নজরুল
আকাশভরা সূর্যতারায়
খোলা দখিন দুয়ারে
আজও রবীন্দ্রনাথ দেখি!
নয়নভরা জলে
আঁচলভরা ফুলে
আজও নজরুল দেখি!
আজও কান পেতে রই
মমির দেশের মোমের পুতুলের
লীলায়িত ছন্দ শোনার!
জানি, “আছে দুঃখ, আছে মৃত্যু”
তবুও “আনন্দলোকে মঙ্গলালোকে”
সত্য সুন্দর বিরাজ করে!
আসলে আমাদের জীবন – স্পন্দনের ক্যানভাসে দু’টি ফুল….
কবিগুরু ও কবি নজরুল!