কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

আলোর মুক্তি!
শিশিরভেজা ঘাসে পায়ে পায়ে
হেঁটে ছোটবেলা খুঁজেছ?
প্রভাতফেরীর গন্ধ পেতে!
দেওয়াল পত্রিকার পাতায় পাতায়…….
আনকোরা হাতের কবিতা পড়তে পড়তে কোনদিন কিশোরপ্রেম খুঁজেছ?
আন্তরিক অনুভূতির ছন্দ পেতেই!
এই প্রকৃতির হৃদয়ের খাঁজে খাঁজে…..
কিশলয়ের গন্ধ নিয়েছ কোনদিন?
আলোর মুক্তির স্বাদ পেতে!