কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

মায়ের স্মৃতি!

কোনদিন দেখিনি গোলাপ,
মায়ের খোঁপায়!
তবুও এলোচুলে কবিতা ছিল!
আজও খুঁজে চলেছি মা’কে-
গ্রহ থেকে গ্রহান্তরে,
ছায়া থেকে ছায়াপথে,
স্মৃতির টলমলে ভেলায়!
তুলসীমঞ্চ আর নেই –
শঙ্খধ্বনি নেই, নেই উলুধ্বনি –
জ্বলে না প্রদীপ….
তবুও তাপ পাই, মায়ের কোলের!
গন্ধ পাই, মায়ের আঁচলের!
আলো পাই, পথ চলার!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।