ক্যাফে হইচই কাব্যে বিচিত্র কুমার

চরকা বুড়ী
চরকা বুড়ী গল্প শুনি
ঠাকুর মার মুখে,
দিনরাত চরকা নিয়ে
বুড়ী পড়ে থাকে।
চরকা দিয়ে সুতো কেটে
কাটতো বুড়ীর দিন,
সেই সুতোই কাপড় বুনে
যাইতো সুদিন।
জোছনা তারা বুড়ীর সাথে
রোজ করতো দেখা,
মিটিমিটি আলোর রশ্মি
ঝকমকে রেখা।
ওখানেই বুড়ীর নাতির
বাঁকা চাঁদের বাড়ি,
রাতের বেলা উঁকি ঝুঁকি
বুড়ীর সাথে আড়ি।