কবিতায় বলরুমে বিশ্বজিৎ কর

মাথা নত থাকুক!
মাথা নত থাকুক, কবিতার কাছে –
জীবনের আল্ বরাবর হেঁটে যাওয়া সংসারের কথাগুলো,
প্রতিধ্বনিত হোক ভালবাসার পাথরে, পাষাণ হৃদয়ে!
থৈ থৈ বৃষ্টির জলে দিকভ্রান্ত ঝরাপাতার দল,
অভিমানের চড়াই-উৎরাই পথে থেমে গেছে!
ঝড় এলে ওদের সামলে নিও, তোমার আশ্বস্ততায়!
মাথা নত থাকুক, কবিতার কাছে –
প্রতিহিংসার ধিকিধিকি আগুনে মশাল জ্বলুক সৃজনের,
অভিজ্ঞতা জমা হোক মানুষ চেনার!
অপপ্রচারের মাটিতে এসো কবর খুঁড়ে ফেলি দায়িত্বজ্ঞানহীনতার!
সৎকার হোক দানবীয় আচারে!
ঝড় এলে বিক্রি হয়ে যেও না, উচ্ছিষ্টের আশায়!