কবিতায় পদ্মা-যমুনা তে বিচিত্র কুমার

সেই অনামিকা

টাকা দিয়ে কিনেছিলাম একটা প্রেমিকা
কদিন পরে হারিয়ে গেল সেই অনামিকা;
কী করেছি ভুল আমি ? কী করেছি ভুল?
সে যে ছিলো ফুটন্ত এক লাল গোলাপ ফুল।

রাত গভীরে চুমু খেত সেলফোনে ডেকে
ভিডিও কলে কথা হতো হঠাৎ থেকে থেকে;
দুচোখে তার আগুন ছিলো ফাগুনবেলাতে
দুজনেতে হারাতাম বসন্তের মেলাতে।

ঝড়বৃষ্টির মাঝে যখন হারাতাম দুজন
উতালপাতাল ঢেউে ভাসতাম তখন;
মিটিমিটি জোনাকিপোকা গান শুনিয়ে যেতো
চাঁদ তারারা ফিরে ফিরে চায়তো।

এভাবেতেই কেটে যেতো রঙিন সুখের দিন-
তার মুখশ্রীর হাসতেই শুরু হতো শুভদিন ;
আগে যেন বুঝিনি ভালোবাসার সোহাগিনী
হৃদয় মাঝে ছোবল দিয়ে পালাবে নাগিনী।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।