হৈচৈ কবিতায় বিচিত্র কুমার

বৃষ্টি পড়ে
টিপটিপ বৃষ্টি পড়ে
টিনের চালে ওই,
মেঘগুলো যে ছুটছে
মেঘের বাড়ি কই?
ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
বকের সারি উড়ে
একপলকে পালিয়ে যায়
অনেক ওরা দূরে।
ঝমঝমাঝম বৃষ্টি পড়ে
গাছের পাতা নড়ে,
দাদুর ছাতা ভেঙ্গে গেল
বৃষ্টি মাথায় পড়ে।
রিমঝিম বৃষ্টি পড়ে
ছন্দে সুরে সুরে,
হোলা ব্যাঙ নিত্য করে
দলবেঁধে তীরে।