কবিতায় বিক্রমজিত ঘোষ

ভাগ্যরেখা

ভাগ্যরেখা কখনও বদলায় না
সুনীল আকাশের রঙ
কখনও সবুজ হয় না –
মেঘের রঙ কালো হলেও
সাদা মেঘও আকাশে ভেসে বেড়ায় –
ভাগ্য বদলায় না বলেই
তাকে মেনে নেওয়াই ভালো
মানতে হয় জ্যোতিষীর নির্দেশ ।

ভাগ্যরেখাগুলো বলে দেয়
জীবনের ফল কিরকম হবে –
সে জানিয়ে দেয়
আমাদের জীবনের শুরু আর শেষ
জানিয়ে দেয় আমাদের কর্ম আর কর্মফল
চেষ্টা করেও রেখা পাল্টানো যায় না ।

ভাগ্যরেখা বলে দেয় তার গন্তব্যস্থল ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।