(১)
প্লিজ, ছাতা এনো না আজ!
বলো, ছাতার কী কাজ?
শুধু শুধু ব্যস্ত রাখে তোমার হাত
বাড়ায় দূরত্ব
আমি বিরক্ত!
প্লিজ, ছাতা এনো না আজ!
(২)
ছাতা কোনো কাজের জিনিস না।
বিষ্টিতে ছাতার কী দরকার?
আনিনি ছাতা-এতো অজুহাত ভিজবার!
তুমি আমি বিষ্টি- কি চমৎকার
তিনজনের ছোট্ট সংসার!
রোদে ছাতার কী কাজ?
হাত ধরাধরি করে আজ
হাঁটবো ফুটপাত ঘেঁসে
ছায়া দেবে শীতল গাছ।
প্লীজ, ছাতা এনো না আজ!
(৩)
ঝড় আসলে কিন্তু ছাতায় কাজ হবে না।
চারিদিকে ধূলোর নাচন,
পড়বে ভেঙে মড়মড়িয়ে সব
সাধের ছাতা সেও যাবে সবার সাথে উড়ে
বরং রাখো ধরে হাতের মুঠোয় ধরে রাখা হাত
সে তোমাকে ছেড়ে যাবে না
সারাজীবন তোমার প্রতি থাকবে তাহার একক পক্ষপাত।