কাব্যজোনে বুদ্ধদেব হালদার

আমি নিভা চৌধুরীকে ভালোবাসি
ক্রমে নিবিড় হইতেছি আরও। বস্তুত তোমার মত খানকির
কথা মনে পড়ে, আর অত্যদ্ভুত সুন্দর ছিল এই পৃথিবী একদিন
আমার কিছুই ভাল্লাগে না আজকাল। রাস্তার টাইম কলে নলের
ভেতর ঢুকে শুয়ে থাকতে ইচ্ছে করে শুধু। এবং ইচ্ছে করে
আশ্চর্য পানিফল হয়ে উঠতে। তোমার বর কেমন আছে? তোমার
ছেলে? জানো, এবারে কিছু একটা করা দরকার। মানে, চাকরি-
বাকরি। এবং, বিয়ে। এসব দারুণ মজার মজার কথা আমি ভেবেছি
কাল সারারাত। এবং এক উচ্চণ্ড সুখের কথা ভেবে ব্যবহার করেছি
দু’ধরণের সাইকোডেলিক ড্রাগস। ওহ, তোমাকে অনেক কথা বলা
হয়নি প্রিয়। আমাকে সুদূর বাংলাদেশ থেকে প্রেমপ্রস্তাব পাঠিয়েছেন
ফাহিমা সিকদার। ডায়মন্ড হারবারের পর্ণা বলেছে, ‘তোমাকে চাই।’
পাতিপুকুরের হারামি মেয়েটা বলেছে, ‘গর্ভে নেব তোমায়।’ এমনকী
আরও কেউ কেউ বিনাশর্তে শুতে চেয়েছে বিছানায়। এবং তাদের
প্রত্যেককেই জানিয়েছি, আমি নিভা চৌধুরীকে ভালোবাসি।