গল্পবাজে বিপ্লব গোস্বামী

সেবাই পরম ধর্ম
সেবাই হচ্ছে ঈশ্বর লাভের সবচেয়ে উত্তম পন্থা।কারণ পৃথিবীর সব জীবের মধ্যেই ঈশ্বর বিরাজমান।তাই জীব সেবার মাধ্যমেই ঈশ্বরের সাধনা লাভ করা সম্ভব।মানুষ জীবিকার তাগিদে বিভিন্ন পেশা অবলম্বন করে থাকে।কিছু কিছু পেশা আছে সরাসরি সেবা কর্মের সঙ্গে জড়িত।যেসব পেশা সেবা কর্মের সঙ্গে জড়িত সেই সব মানুষ ভাগ্যবান।কারণ তারা কর্তব্য পালনের সঙ্গে সঙ্গে ঈশ্বরের সেবাও করছেন।যেমন ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মী তারা তো নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ঈশ্বরের সেবাও করছেন।এছাড়া যারা পশু চিকিৎসক যারা তারাও নিজ দায়িত্ব পালনের মাধ্যমে ঈশ্বরের সাধনাও করছেন।আবার কিছু কিছু পেশা সরাসরি সেবা কর্মের সঙ্গে জড়িত না হলেও সেবা কর্মের সঙ্গে জড়িত।যেমন দার্শনিক, সাহিত্যিক,অর্থনীতিবিদ তারা আম্মিক সেবার মাধ্যমে ঈশ্বরের সাধনা করছেন।
মানুষ সামাজিক জীব।তাই একে অপরের উপর নির্ভরশীল।মানুষ তো জন্ম লগ্ন থেকেই অন্যায়ের সেবার উপর নির্ভরশীল।জন্মের পর যেমন মায়ের সেবা যত্নে বড় হয়ে উঠে।ঠিক সেভাবেই মৃত্যুর পরও মানুষ সম্পূর্ণ ভাবে অন্যের উপর নির্ভরশীল।মানুষের এই নির্ভরশীলতাই মানুষকে বুঝিয়ে দেয় যে সেবাই হচ্ছে পরম ধর্ম।