ক্যাফে হইচই কাব্যে বিপ্লব গোস্বামী

খোকার হয় না তো আর পড়া
খোকার হয় না তো আর পড়া
খোকা যখন পড়তে বসে
রাবার দিয়ে বইয়ে ঘষে
নয় তো বলতে থাকে ছড়া।
খোকার হয় না তো আর পড়া।
খোকার হয় না তো আর পড়া
খোকা যখন পড়তে বসে
সে যে পড়া রেখে অঙ্ক কষে
নয় তো করে নড়াচড়া।
খোকার হয় না তো আর পড়া।
খোকার হয় না তো আর পড়া
খোকা যখন পড়তে বসে
কলম দিয়ে বইয়ে ঘষে
নয় তো কথা বলে কড়া।
খোকার হয় না তো আর পড়া।