গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

অমৃত মহোৎসব
সেজেছে দেশ স্বাধীনতার
অমৃত মহোৎসবে,
ঘরে ঘরে তেরেঙা পতাকা
উড়াবে আজ সবে।
সারাদেশে আনন্দ জোয়ার
আনন্দ উৎসব,
বন্ধেমাতরম জয় হিন্দের
উঠেছে যে রব।
আট থেকে আশি সবাই
আজ আনন্দে আত্মহারা,
নত শিরে স্মরি তাদের
অমৃত এনেছেন যাঁরা।
বিক্রম গেছে মামাবাড়ি
বিক্রম গেছে মামাবাড়ি
প্রজ্ঞান গেছে সঙ্গে
ঘুরছে আর তুলছে ফটো
কাটছে দিন রঙ্গে।
রাস্তায় পেল তিরঙ্গা পয়েন্ট
থামল শিব শক্তি মোড়ে
মামার দেশ দেখতে বেড়ায়
মোড়ের কাছে আর দূরে।
অশোক স্তম্ভ এঁকে দিল
মামার উঠোন জুড়ে
দিব্যি তাদের কাটছে দিন
দক্ষিণ মেরু ঘুরে।
মামাবাড়ি থাকবে তারা
চৌদ্দ দিন রাত
মামাবাড়ির তথ্য দেবে
করবে বাজিমাত।
ঋতুর রাণী
ঋতুর রাণী শরৎ আসে
ভাদ্র আশ্বিন মাসে
আগমনীর জানান দেয়
শিশির আর কাশে।
রৌদ্র ছায়ার লুকোচুরি
আর মেঘের ভেলা
শরতের আকাশ জুড়ে
কত না যে খেলা।
আনন্দময়ীর আগমণে
ঢাক-শাঁখ বাজে
তাইতো প্রকৃতি সেজে উঠে
অপরূপ সাজে।
গ্ৰামে আছে
গ্ৰামে আছে নদী নালা
দীঘি ভরা জল
বিচিত্র প্রকার ফুল
গাছ পাকা ফল।
রকমারি ফলমূল
মাঠ ভরা ধান
গাছে গাছে শুনা যায়
পাখিদের গান।
গ্ৰামে আছে হাঁস মুরগি
গরু চাগল মেষ
সবুজের সমারোহ
শান্ত পরিবেশ।