কবিতায় বিক্রমজিত ঘোষ

চিঠি
কাল পর্যন্ত তোমাকে
প্রেমের চিঠি পাঠিয়েছি শ্যামলী
তুমি একটারও উত্তর দাওনি –
আজ থেকে তাই তোমাকে নয়
এবার থেকে আমার চিঠিগুলোর
গন্তব্যস্থল হবে অন্যত্র।
তোমাকে লেখা কথাগুলোই
তাকে নাহয় আরেকবার লিখলাম –
দোষের তো কিছু নেই ,
বরং দ্বিতীয়বার প্রেমালাপ
আমার প্রেমের চিঠির শব্দগুলোকে
হয়তো কঠিন করবে –
হয়তো কঠিন হবে মনে আসা
পরিণয়ের পরিচয়;
শ্যামলী আজ তুমি হেরে গেছো
থুড়ি, নিজেই নিজেকে হারিয়ে দিয়েছ
তোমাকে লেখা চিঠিগুলোর
উত্তর না দিয়ে –
তুমি হারিয়ে ফেলেছ তোমার ভালবাসা
শ্যামলী, তুমি আজ নিতান্ত বৃদ্ধা
প্রেমের মানেটা হারিয়ে গেছে
তোমার মন থেকে।
যার মনে ভালবাসা আছে
তার কাছে তাকে লেখা
আমার প্রথম প্রেমের চিঠি পাঠালাম –
শ্যামলী, আজ তুমি আমার কাছে ব্রাত্য
নতুন প্রেমিকাকে চিঠি লিখে
আমাকে এগিয়ে যেতে দাও –
তোমাকে ভুলতে চাইনা আমি
তোমার দেওয়া অপমান
আমি তোমাকে ফিরিয়ে দিতে চাই
আমাকে তুমি অনুমতি দাও
তোমার অনুমতির অপেক্ষায় থাকব –
তবু আমার পরের চিঠি চলে যাবে
আমার নতুন প্রেমিকার কাছে
তবে আজ নয়, কাল থেকে।