হৈচৈ ছড়ায় বিপ্লব গোস্বামী

বুলবুলি পাখি

লাল-কালো ছোট পাখি
বুলবুলি নাম,
খাদ‍্যের সন্ধানে উড়ে
এগ্ৰাম ওগ্ৰাম।

গ্ৰামে,গঞ্জে ঝোপেঝাড়ে
মুক্ত বিচরণ,
জোড়ায় জোয়ায় উড়ে
ক্ষিপ্ত আচরণ।

ফুল,মধু,ফল খায়
আরো পোকা,কীট,
বি-কুইক-কুইক ডাকে
ভয় পেলে পীক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।