কবিতায় বিক্রমজিত ঘোষ

অতীতকে ভেবে
শ্যামলী, আমি শুধু
তোমাকে নিয়েই থাকতে চেয়েছিলাম
তোমার মধ্য দিয়েই
খুঁজে পেতে চেয়েছিলাম
বাইরের জগৎটাকে –
তোমার চোখ দুটোর দিকে তাকিয়ে
মনে পড়ে যায় অতীতের কথা।
শ্যামলী, আজও আমি তোমার
ছোঁয়া পেতে উৎসুক হয়ে থাকি –
শুধু ভাবি, যেদিন তুমি
আমায় প্রথম ছুঁয়েছিলে
সেদিন আমি আবিষ্কার করেছিলাম
নতুন এক পৃথিবী –
আজ সেই পৃথিবীটা
আমাদের কাছে অজানা হয়ে গেছে।
শ্যামলী পারবে কি ফিরিয়ে দিতে
সেই হাসি- ঠাট্টার দিনগুলো –
পারবে কি তুমি ফিরে আসতে?
এসব ভাবতে ভাবতে
মনের মধ্যে বয়ে যায়
এক নিস্তরঙ্গ কোলাহল।