গুচ্ছ কবিতায় বিপ্লব গোস্বামী

১| বৃষ্টি তোমার প্রিয়
বৃষ্টি তোমার ভীষণ প্রিয়
তাইতো খোলা চুলে গা ভেজাতে রোজ
বিদ্যুৎ চমকালে জড়িয়ে ধরতে আমায়
উষ্ণতার পারদ সীমানা হারাত।
আজও বর্ষায় বৃষ্টি হয়
ঝিরিঝিরি রিমঝিম ভারি
কিন্তু আজ আর কেউ ভেজে না !!
এখন আর বৃষ্টি শেষে
কৃষ্ণচূড়ার গাছ নাড়িয়ে
আমার শরীর ভিজিয়ে কেউ
দৌড়ে পালায় না !!
২| আমরা বানভাসি
আমরা বানভাসি
আমাদের অশ্রুতে বন্যার জল লোনা হয় !
আজ কোথায় গৃহস্থালী ?
ভিটেহীন বাড়ি ছাড়া
গোরু ছাগল হাঁস মোরগ মেষ
আছে না মরছে কে তার খোঁজ রাখে ?
অনাহার অর্ধাহারে যাপিত জীবন
ঔষধের অভাব হতে পারে মরণ !
বাবুরা আসে আর যায়
কথা ফুলঝুরি গায়!!
বানভাসিরা কি সত্যি স্বস্তি পায় ?