তুমি হৃদয় হলে, আমি স্পন্দন হব
আমায় ছাড়া তোমার জীবন অচল হবে।
তুমি সুর হলে আমি তাল হব,
সুর ও তাল যেমন একে অপরকে পরিপূর্ণ করে,
ঠিক সেভাবেই আমরা একে অপরকে পরিপূর্ণ করবো।
তুমি গোলাপ হলে, আমি কুসুম হব,
তুমি গোলাপের মতন প্রস্ফুটিত হবে,
আর আমি কুসুমের মতো,
তোমাকে নিজের অন্তরালে বেঁধে রাখবো।
তুমি আকাশ হলে, আমি বাতাস হব,
তুমি আকাশের মতন উন্মুক্ত হবে,
আর আমি বাতাসের মতন তোমাতে মিশে যাবো।
তুমি রোদ হলে, আমি ছায়া হবো,
তুমি যখন রোদের মতন তীব্র হবে,
তখন আমি ছায়ার মতো স্নিগ্ধ শীতল হবো।
তুমি মেঘ হলে, আমি বৃষ্টি হবো,
তুমি মেঘের মতন গম্ভীর হলে,
আমি বৃষ্টি রাশি রাশি আনন্দের কণার মতন,
তোমার উপর ঝরে পড়বো।
তুমি যদি আশাবাদী হও তবে আমি তোমার ভরসা হবো।
তুমি যদি আমার হও তবেই আমি শুধু তোমার হবো।