কাব্যক্রমে বিপ্লব গোস্বামী
by
·
Published February 24, 2021
· Updated February 24, 2021
১| সময় বড়োই বলবান
সময় বড়োই বলবান
সময়ের ফেরে রাজা হয়ে দীন
হারিয়ে বৈভব , হয়ে অতি হীন।
পথে পথে ভিক্ষা চান !
সময় বড়োই বলবান
সময়ের ফেরে ভিখারী হয় আমীর
হয় যশ-ঐশ্বর্যধারী টাকার কুমির।
সবে করে তার জয়গান।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে মানী হয়ে অপমান
হারিয়ে মর্যাদা,হারিয়ে মান-সম্মান।
প্রতি পদে লজ্জা পান।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে মহাবীর -মহারথী
হয়ে পরাজিত ঘটে অতি দুর্গতি।
বেঘোরে হারান প্রাণ।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে সত্যবাদীর সত্য নাশে
মিথ্যুক-প্রতারক হন সময়ের পরিহাসে।
ঈমানদার হারান জবান।
২| প্রার্থনা
বৃদ্ধা ও তর্জনীতে আশীর্বাদ দিয়া,
মনেতে দাও মাগো ছন্দ যোগাইয়া।
যোগাইয়া দাও মাগো শব্দের ভাণ্ডার,
পদ্য লিখার উপমা আর ছন্দের বাহার।
পিতা মাতার আশীস, সবার ভালোবাসা,
তব কৃপায় সফল হোক মনের যত আশা।
শ্বেত কমলের পাপড়ি ফেললি যদি শিরে,
জীবন রঙ্গিন করো চরণ আবীরে।
উজ্বল করো মাগো জীবন প্রদীপ শিখা,
মরলেও যেন মোছে না কবিত্বের টিকা।
৩| আকুতি
জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী
মাতা দেবী সরস্বতী ;
সুজ্ঞান-সুবুদ্ধি দাও মা গো
অজ্ঞানী-অধর্মীর প্রতি।
কুজ্ঞানের বশে অজ্ঞানী যারা
করে কুকর্ম-কুকাণ্ড ;
ওদের মস্তিষ্কে দিও মা গো
সুমতি ,জ্ঞানের ভাণ্ড।
যাদের মনে অহংকার আর
হিংসা,নিন্দা,ক্রোধ ;
ওদেরে দিও প্রেম-ভালোবাসা
বিকেক বুদ্ধি বোধ।
৪| দারুণ বসন্তে
পলাশ ফুলে উদাস হাওয়া
শীত হয়েছে অন্ত
পিউ,অলি,কোকিল ডাকে
এসেছে বসন্ত।
আজি বসন্তের উদাস হাওয়ায়
উদাস হলো প্রাণ
তোমার বিরহে আজ মম
হিয়া করে আনচান।
এ দারুণ বসন্তে সখী
হয়ে তুমি হারা
সখী,তোমারি বিরহে আজ
ঝরে অশ্রু ধারা।
৫| কিডনি ভালো রাখতে
অধিক ওজন বৃক্কের ক্ষতি
তাই দৃষ্টি দাও দেহের প্রতি।
মদ-মাদককে না বলুন
প্রতি দিন যোগ করুন।
রোজ করুণ তিন লি. জন পান
প্রতি দিন পুষ্টিকর খাবার খান।
বাঁচতে হলে জানতে হবে
জানলে নিয়ম মানতে হবে।