কবিতায় বিপ্লব গোস্বামী

তফাৎ কোথায়

কবি বলেছিলেন,”দূরত্ব প্রেমের গভীরতা বাড়িয়ে দেয়।”

কিন্তু তা সবার জন‍্য নয়।
দূরত্বই আমাদের ভালোবাসা কমিয়ে দিয়েছে !
কবি আপন হতে অনেক অনেক দূরে যেতে চেয়েছিলেন।
কিন্তু আমি দূরে সরতে গিয়ে দূর হয়ে গেছি
তোমার জীবন থেকে !
কবি বলেছিলেন,”দূরে গেলে লোকে স্মরণ করবে।”
কিন্তু তা সবার জন্য নয়।
আমি দূরে সরতে গিয়ে তোমার স্মৃতি থেকে বিস্মরণ হয়ে গেয়ি !
তফাতটা কোথায় আজও খুঁজে পাইনি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *