কবিতায় বিপ্লব গোস্বামী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। ছাত্রদলের শপথ
আমরা যত ছাত্র, বীণাপাণির শিষ্য
সত্য নিষ্ঠায় ব্রতী মোরা বদলে দিব বিশ্ব।
মোদের কণ্ঠে উঠবে গান
বিশ্ব বিজয় মন্ত্র মহান।
মোদের তেজে জ্বলবে রবি
ন্যায় ভারত আলোর ছবি।
মোদের কলম লিখে যাবে অন্যায়ের প্রতিবাদ
মোদের তেজে মুছবে ধরার বিশ্রী যত অপবাদ।
আমরা যত ছাত্র, বীণাপাণীর শিষ্য
ন্যায় মন্ত্র দীক্ষা নিয়া স্বচ্ছ করব বিশ্ব।
২। হয়তো তুমি আসবে ফিরে
হয়তো তুমি আসবে ফিরে
ভাঙ্গা বুকের ভাঙ্গা নীড়ে।
আসলে কাছে বুঝে নিও
ভেজা চোখের ভাষা।
ইচ্ছে হলে মিটিয়ে দিও
ভাঙ্গা বুকের আশা।
হয়তো তুমি আসবে ফিরে
শুকনো গাঙ্গের ভাঙ্গা তীরে।
আসলে ফিরে নৌকা বাইও
শুকনো গাঙ্গের জলে।
ইচ্ছে হলে মিশে যেও
কুল হারাদের দলে।