কবিতায় বিপ্লব গোস্বামী

আমি বুঝে গেছি
হোয়াটসআ্যপে মেসেঞ্জারে
তোমার রিপ্লাই না পেলে
এখন আর আশ্চর্য হই না।
প্রথম প্রথম রাগ হতো।এখন বুঝে গেছি
বুঝে গেছি এখন তোমার ব্যস্ত জীবন।
এখনও নামের পাশে সবুজ বাতি জ্বলে
অথচ চ্যাট করলেও রিপ্লাই আসে না !
কেমন করে রিপ্লাই করবে
আগের মতো তো আর সময় নেই !
নতুন মানুষকে একটু বেশি সময় দিতে হচ্ছে
আগে ভাবতাম অসুবিধার আছ
তাই হয় রিপ্লাই দিচ্ছ না…
না সেটা আমার ভুল ধারণা কারণ
প্রয়োজন মিটে গেলে একদিন সবাই বার্ডেন হয়ে যায়।
যেমনটা আমি।