• Uncategorized
  • 0

কাব্যক্রমে বিপ্লব গোস্বামী

১| কর্মফল

মাছের যেমন ডাঙ্গায় এলে
চটপটে যায় জান,
অক্সিজেনর অভাবে মানুষ
অমনি ত‍্যেজছে প্রাণ।
আধুনিকতায় মত্ত মানুষ
কাটছে বন-জঙ্গল,
তাই অহংকারী মানব পাচ্ছে
আপন কর্মের ফল।
বিধির সৃজন বন-অরণ্য
টিলা-পাহাড়-পর্বত ,
জল,স্থল,আকাশ,বাতাস
কিছুই নয় নিরাপদ।
প্রকৃতি আজ রোগাক্রান্ত ভাই
প্রদূষিত আর নষ্ট,
তাই কর্ম ফল ভোগছে মানুষ
পাচ্ছে কর্মফলে কষ্ট।

২| চির প্রণম‍্য ভাষা শহীদ

একাদশ শহীদের বুকের রক্তে
অর্জিত মাতৃভাষার অধিকার,
যে ভাষায় জন‍্য কত ভাষাভক্তে
দিয়েছে জান বলিদান বারবার।
কমলা,কানাই,সুকোমল,সচিন্দ্র
সুনীল,সতেন্দ্র,তরণী প্রণম‍্য তারা
হিতেশ,কুমুদ,চণ্ডীচরণ,বীরেন্দ্র,
মায়ের ডাকে জান দিয়েছেন যারা।
একুশের ডাকে বরকত ,সালাম
শফিক,রফিক ,জব্বর আর কত,
আন্দোলনকারী আর কত নাম
শেষ হবে না অগণিত কত শত।
দিয়েছে জান তবু দেয়নি জবান
পরাভূত হয়েছে যত অশুভ শক্তি,
ফিরিয়ে দিয়েছে মায়ের সম্মান
দেখিয়ে দিয়েছে মাতৃভাষা ভক্তি।

৩| আমারা বাঙালি

মাতৃভাষায় কথা বলি তাই
তোমরা করো যত অত‍্যাচার !
মাতৃভাষার কথা বলার কি
নেই মোদের কোন অধিকার ?
মাতৃভাষার স্লোগান তোলায়
সেদিন কেড়ে নিলে তোরা প্রাণ !
মায়ের জন‍্যে দিয়েছি তো জান
তবু আমরা দেইনি জবান।

৪| রক্তে রাঙা উনিশ

আমার বোনের শোণিত স্রোতে
উনিশ হলো লাল,
আমার ভাইয়ের রক্তে রাঙা
উনিশশো একষট্টি সাল।
রক্তে সেদিন রাঙা রেলপথ
রাঙা হলো মাটি ;
বাঙালি সেদিন বুঝিয়ে দিলো
ভাষাপ্রেম কত খাঁটি।
বরাক জোড়িয়া উঠলো সেদিন
কেবল একটি স্লোগান,
চাইলে আরো জীবন দেব
তবু দেবনা জবান।
বীর বাঙালির মহা আন্দোলনে
কাঁপলো সেদিন সরকার।
স্বীকৃতি দিলো বাংলা ভাষা
বাঙালি পেলো অধিকার।
বিশ্ব সেদিন মুগ্ধ হলো
দেখে বাঙালির বীরত্ব
অধিকার পেলো বাংলা সেদিন
মিটলো ভাষার দাসত্ব ।

৫| গর্বিত বাঙালি

মাতৃভাষা রক্ষার তরে
জান দিতে হয় বলি,
কয় জাতির ইতিহাসে
আছে এমন গুণাবলী।
মাতৃভাষায় রক্ষার তরে
দেশে দেশে হয় আন্দোলন,
বাঙালিই শুধু করতে পারে
এমন স্পর্ধার আস্ফালন।
বাঙালি জাতি বীরের জাতি
বাঁচে না কারো  দয়ায়,
আন্দোলন করে যারা করে
নিজ অধিকার আদায়।
বাঙালি বলতে অহং হয়
গর্বে ফুলে ছাতি,
ইতিহাসের পৃষ্ঠা জোড়া
যে জাতির সুখ‍্যাতি।

৬| উনিশ দিয়েছে

উনিশ দিয়েছে অধিকার
মাতৃভাষায় পড়তে,
লিখতে পদ‍্য,গদ‍্য,প্রবন্ধ
আর যে ছড়া গড়তে।
উনিশ দিয়েছে অধিকার
মাতৃভাষায় বলতে,
স্বগৌরবে বাঁচাতে আর যে
স্বাধীন ভাবে চলতে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *